আজ ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন সংযোগ সড়কের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মেইন রোড থেকে বিশ্ববিদ্যালয়ে সরাসরি যাতায়াতের সুবিধার্থে এ সড়কটি নির্মিত হচ্ছে, যা শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের জন্য যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজতর করবে। এটি নির্মাণ হলে অল্প সময়ের ব্যবধানে মেইন রোড থেকে বিশ্ববিদ্যালয় প্রবেশ করা যাবে।
নির্মাণ কাজ উদ্বোধনের শুরুতে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি উক্ত রাস্তার গুরুত্ব ও এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের যাতায়াতের সুবিধার বিষয়টি তুলে ধরেন। তিনি স্থানীয় জনগণ ও ভূমিদাতাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে, উক্ত সড়ক নির্মাণের জন্য কিছু পরিমাণ ভূমি দান করেছে রহিমআফরোজ।
এলাকাবাসীর সক্রিয় সহযোগিতায় আজ রাস্তার কাজ শুরু করা হয়। ফিতা কেটে নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে সূচনা করেন রোড সংলগ্ন এক বাড়ির প্রবীণ ব্যক্তিত্ব জনাব বাচ্চু মিয়া, যার নামেই রোডটি পরিচিত।
এ সময় উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান মোল্লা, ইউনিভার্সিটির প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং অনেক শিক্ষার্থী।
স্থানীয়দের মধ্যে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, মোঃ তাইজুল ইসলাম, ইউপি সদস্য ২ নং ওয়ার্ড বিরুলিয়া ইউনিয়ন পরিষদ, রাজিয়া সুলতানা, সংরক্ষিত ইউপি সদস্য ১, ২, ৩ নং ওয়ার্ড বিরুলিয়া ইউনিয়ন পরিষদ এবং নুরতাজ বেগম, সংরক্ষিত ইউপি সদস্য ৭, ৮, ৯ নং ওয়ার্ড বিরুলিয়া ইউনিয়ন পরিষদ।
Loading...









