পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ইস্টার্ন ইউনিভার্সিটিতে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তাগণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের উপর গুরুত্বারোপ করেন। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে কাজ করার আহ্বান জানান।
দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। আলোচনা অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার, রেজিস্ট্রার, বিজ্ঞান অনুষদের ডিন, আইন অনুষদের অন্যতম শিক্ষক ও একজন শিক্ষার্থী।
Loading...