আজ মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণে ডেঙ্গু রোগ প্রতিরোধে এক সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আয়োজিত হয়।
উক্ত র্যালি আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানীর উপস্থিতিতে অংশগ্রহণ করেছিলেন রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানগণ, মেডিক্যাল অফিসার, প্রশাসনিক কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
শুরুতেই উপাচার্য সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার পরামর্শ দেন এবং ব্যক্তিগত ও পরিবেশগত পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অফিসার ডেঙ্গু রোগের লক্ষণ, জটিলতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়, যেখানে শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপাচার্য এ কার্যক্রমকে নিয়মিতভাবে পরিচালনার উপর জোর দেন।
Loading...