ইস্টার্ন ইউনিভার্সিটি মসজিদে আইন অনুষদের সদ্য গ্রাজুয়েট শিক্ষার্থী আফনান আলম সাকিবের স্মরণে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তার অকাল বিদায় বিশ্ববিদ্যালয় পরিবারকে গভীরভাবে মর্মাহত করেছে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা–কর্মচারীরা একত্র হয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে এবং আইন অনুষদের ব্যবস্থাপনায় আয়োজিত এই দোয়া মাহফিলে সবার হৃদয়ে ছিল গভীর বেদনা ও স্মৃতিময় আবেগ।
কিছুদিন আগেই আইন বিভাগের প্রিয় শিক্ষক ইফতেখার মাহমুদ আমাদের মাঝ থেকে চলে যান। তার পরপরই একই বিভাগের এক তরুণ শিক্ষার্থীর মৃত্যু আইন অনুষদের সবার শোককে আরও গভীরতর করেছে এবং পুরো বিশ্ববিদ্যালয় পরিবারকে ব্যথিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় আফনান আলম সাকিবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, একজন তরুণ শিক্ষার্থীর এমনভাবে চলে যাওয়া ইস্টার্ন ইউনিভার্সিটির জন্য অপূরণীয় ক্ষতি, এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
আল্লাহ পাক আফনান আলম সাকিবকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।
Loading...








