গতকাল ০২ জুন, ২০২৫ বিশ্ববিদ্যালয়ের রেজাকুল হায়দার হলে মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কর্মচারীদের কাজের পরিবেশ ও বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে প্রাণবন্ত আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান (সঞ্চালক), ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা এবং জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. মহিউদ্দীন মজুমদার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেকশনের প্রধানগণ এ সভায় অংশ নেন।
মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে কর্মচারীদের কাজের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতায় এ বিশ্ববিদ্যালয়কে দক্ষিণ এশিয়ায় অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত করা সম্ভব।
মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
