২০২৫ সালের এশিয়া কাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতার চূড়ান্ত মৌখিক পর্বে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সেরা দল হিসেবে নির্বাচিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির মুট কোর্ট টিম। জাপানিজ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল’ এবং জাপান সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটি আগামী ৫–৬ আগস্ট ২০২৫, জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হবে।
গতকাল ২৫ জুন (বুধবার), বিজয়ী দলের সদস্যদের অভ্যর্থনা জানান ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, রেজিস্ট্রার ড. আবুল বাশার, আইন বিভাগের ডিন এবিএম ইমদাদুল হক খান, প্রমুখ। বিজয়ী দলের সদস্যরা হলেন আইন বিভাগের শিক্ষার্থী সাকিব খোন্দকার, জোনায়েদ আল রাতুল রাসেল ও মেহনাজ রহমান। দলটির কোচ ছিলেন আইন বিভাগের শিক্ষক মুহাঃ ওমর ফারুক।
প্রতিযোগীতার আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের জন্যে ইচ্ছুক এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো প্রাথমিকভাবে মেমোরিয়াল (লিখিত সাবমিশন) রাউন্ডে লড়াইয়ে অবতীর্ণ হয়; সেখান থেকে এশিয়ার মনোনীত ১৪টি দেশের প্রতিটি থেকে মাত্র ১টি করে এবং জাপান থেকে ২টি বিশ্ববিদ্যালয় মৌখিক রাউন্ডের জন্যে উন্নীত হয়। এবারের আসরে, এশিয়ার বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী ৭৩টি প্রতিযোগী বিশ্ববিদ্যালয়ের মাঝে নির্বাচিত মাত্র ১৬টি দলের মধ্যে স্থান করে নিয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির (EUMCS) দলটি।
এই দলটি শুধু ইস্টার্ন ইউনিভার্সিটিকেই প্রতিনিধিত্ব করছে না, বরং ¬—আন্তর্জাতিক আইন শিক্ষার এশিয়ার সেরা প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত এই আয়োজনে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে দলটি। এই অসাধারণ অর্জন ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিষ্ঠা, মেধা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি, মানসম্পন্ন আইন শিক্ষা এবং আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান অগ্রগতির দৃঢ় উপস্থাপন।
এশিয়া কাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট কম্পিটিশন ১৯৯৯ সালে টোকিওতে শুরু হয়, যার উদ্যোক্তা ছিলেন টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুতসুই ওয়াকামিজু। প্রথমে “জাপান কাপ” নামে পরিচিত এই প্রতিযোগিতা এখন এশিয়ার ভবিষ্যৎ আইনজীবীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও বন্ধুত্ব গড়ে তোলার জন্য সেরা প্লাটফর্ম হিসেবে বহুল প্রশংসিত।
ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদ এবং এর মুট কোর্ট সোসাইটি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে সংশ্লিষ্ট সকলকে, যাদের সহায়তায় অর্জন সম্ভব হয়েছে এই অসাধারণ সাফল্যের।
জাপানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট কম্পিটিশনে দেশসেরা দল হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ইস্টার্ন ইউনিভার্সিটি
Organized by Moot Court Society
