সোমবার, ৭ এপ্রিল ২০২৫ তারিখে ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একত্রিত হয়ে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। গাজায় চলমান সহিংসতা ও মানবিক সংকটের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানায় তারা।
এ সময় অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড বহন করেন এবং গাজায় চলমান সহিংসতা, দমন-নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে হামলা বন্ধ এবং ফিলিস্তিনের উপর দখলদারিত্বের অবসানের দাবি জানান। উপস্থিত সকলে ফিলিস্তিনের নাগরিকদের উদ্দেশ্যে সহমর্মিতা এবং যুদ্ধবিরতীর জন্য প্রার্থনা করেন।
সারা বিশ্বব্যাপি সংহতির এই বার্তার অংশ হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটি সোমবারের সব একাডেমিক কার্যক্রম স্থগিত রাখে। এই প্রতীকী বিরতি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর একটি যৌথ মানবিক বার্তা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রশংসা করে, যারা এই শান্তিপূর্ণ কর্মসূচি আয়োজন এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।
ইস্টার্ন ইউনিভার্সিটি সব মানুষের জন্য মানবাধিকার, শান্তি ও ন্যায়বিচারে বিশ্বাসী।