Eastern University of Bangladesh

ইস্টার্ন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Publish on: Feb 20 2025

ইস্টার্ন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শুক্রবার ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজাকুল হায়দার হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভাষা আন্দোলন ও বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে আলোচনা করা হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মো. শামসুল হুদা, ট্রেজারার, ইস্টার্ন ইউনিভার্সিটি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটি শহীদ মিনারের পৃষ্ঠপোষক লায়ন আব্দুস সালাম চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. আবুল বাশার খান, রেজিস্ট্রার, ইস্টার্ন ইউনিভার্সিটি। বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য এবং এর মধ্য দিয়ে প্রাপ্ত নানান অর্জন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন; এ.বি.এম. ইমদাদুল হক খান, আইন অনুষদের ডিন; ড. আবু বিন ইহসান, ফার্মেসী বিভাগের চেয়ারপারসন। তারা মাতৃভাষা দিবসের গুরুত্ব, বাংলা ভাষার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব এবং ভাষাগত বৈচিত্র ও ঐক্যের প্রচারের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেএম মনিরুল ইসলাম, উপ-পরিচালক, স্টুডেন্ট এফেয়ার্স ও ক্যারিয়ার সাভির্সেস।
এরআগে শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসে নির্মিত 'শহীদ মিনার'-এ পুষ্পস্তবক অর্পন এবং ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে শহীদ মিনারে ফুল অর্পণ করেন শহীদদের স্মরণে।

Related News