১২ ফেব্রুয়ারী, ২০২৫ ( ২৯ শে মাঘ, ১৪৩১) রোজ বুধবার, ইস্টার্ন ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল 'ইস্টার্ন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা কর্তৃক আয়োজিত' "ফাগুনের রঙে ঋতুরাজের আগমন"।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সহিদ আকতার হুসাইন, ট্রেজারার মো: সামছুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান
-এছাড়া সম্মানিত অতিথির আসন অলংকৃত করেন অন্যান্য অনুষদের ডিন, চেয়ারপার্সন ও সম্মানিত শিক্ষকরা। সেই সাথে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও রঙিন করে ফুটিয়ে তুলতে উপস্থিত ছিলেন "ইস্টার্ন বন্ধুসভার" বন্ধুরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সহিদ আকতার হুসাইন বলেন, বসন্ত আমাদের জীবনে নতুন আশা ও শক্তি নিয়ে আসে, এটি প্রকৃতির নবজীবনের প্রতীক। আজ আমরা একত্রিত হয়েছি আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সংযোগ স্থাপন করার জন্য, যা আমাদের সবার হৃদয়ে স্নিগ্ধতা ও আনন্দ নিয়ে আসে। এই ঋতু আমাদের শিখিয়ে দেয়, জীবন পরিবর্তনশীল, এবং প্রতিটি নতুন দিন আমাদের জন্য নতুন সুযোগ এনে দেয়।
এছাড়া আরও বলেন যে বিশ্ববিদ্যালয় জীবনে বসন্তের এই উৎসব আমাদের একে অপরের সঙ্গে সংযোগ স্থাপনের একটি সুযোগ দেয়। আমরা শুধু বইয়ের জ্ঞানে নয়, বরং সাংস্কৃতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকেও সমৃদ্ধ হচ্ছি। আজকের এই দিনটি আমাদের বন্ধুত্ব এবং সহযোগিতার মনোভাব আরও শক্তিশালী করবে, এবং আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবো।
রেজিস্ট্রার ড. আবুল বাশার খান বলেন, আজ আমাদের প্রাণের ক্যাম্পাসে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার এই আয়োজন সত্যিই আনন্দের। বসন্ত হলো নবজাগরণের প্রতীক, সৌন্দর্যের প্রতিচ্ছবি এবং উৎসবের বার্তাবাহক।
আমি আশা করি, আমরা সবাই আজকের দিনটি প্রাণভরে উপভোগ করব এবং বসন্তের রঙ আমাদের জীবনে নতুন আশার বার্তা বয়ে আনবে।
অনুষ্ঠানের অতিথিদের বক্তব্য প্রদান শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব । "ইস্টার্ন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভার" বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরুতে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি ও রম্য বিতর্ক প্রতিযোগিতা। উক্ত অনুষ্ঠান দর্শক সারিতে উপবিষ্ট সকলে হাস্যরসের সাথে উপভোগ করেন। অনুষ্ঠানের ধারাবাহিকভাবে একে একে অনুষ্ঠিত হয় – নাচ, গান, র্যাপ গান, র্যাম্প শো, ইত্যাদি ইত্যাদি। অতিথিবৃন্দ ও "ইস্টার্ন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভার" বন্ধুগণের করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয় পুরো ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস।
অনুষ্ঠানের শেষের দিকে "মাসিক পাঠচক্র" শিরোনামে আয়োজিত জানুয়ারি মাসের সেরা তিন পাঠক কে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন ইষ্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার ২০২৪ কমিটির সভাপতি তারেক রহমান হৃদয়।
আর এরইমধ্যে দিয়ে শেষ হয় "ইস্টার্ন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা" কর্তৃক আয়োজিত "বসন্ত বরণ উৎসব।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কে.এম মনিরুল ইসলাম ( উপ-পরিচালক,অফিস অফ দা স্টুডেন্ট এফেয়ার্স এবং ক্যারিয়ার সার্ভিসেস), সহযোগিতায় ছিলো- ইষ্টার্ন ইউনিভার্সিটি কালচারাল ক্লাব ও ডিবেট ক্লাব।
ইস্টার্ন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা কর্তৃক আয়োজিত "ফাগুনের রঙে ঋতুরাজের আগমন"
Organized by Prothom Alo Bondhushava
