Eastern University of Bangladesh

অক্সফোর্ডে প্রাইস মিডিয়া ল’ মুট কোর্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে ইস্টার্ন ইউনিভার্সিটি!

Publish on: Apr 24 2025

Organized by Moot Court Society

অক্সফোর্ডে প্রাইস মিডিয়া ল’ মুট কোর্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে ইস্টার্ন ইউনিভার্সিটি!

ইস্টার্ন ইউনিভার্সিটির মুট কোর্ট টিম বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ মনরো ই. প্রাইস মিডিয়া ল মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এবারের আন্তর্জাতিক পর্বে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধিত্বকারী হিসেবে অংশ নিচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি।

এই অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং দেশের আইন শিক্ষা অঙ্গনের একটি উল্লেখযোগ্য অর্জন। অক্সফোর্ডে আয়োজিত বিশ্বজুড়ে স্বীকৃত এই মুট কোর্টে যোগ্যতা অর্জনকারী বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটি এই গৌরব অর্জন করেছে।

আমাদের শিক্ষার্থীরা মিডিয়া আইনের জটিল বিষয়গুলো নিয়ে কাজ করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সামনে তাদের মেধাশক্তি ও আইনি যুক্তি উপস্থাপনের দক্ষতা প্রদর্শন করছে। ইস্টার্ন ইউনিভার্সিটি এই মর্যাদাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক একাডেমিক কার্যক্রমে দলের সাফল্য কামনা করছে এবং তাদের শুভকামনা জানাচ্ছে।

Related News